Search

Friday, November 5, 2021

বহু নির্বাচনী প্রশ্ন

 ১।   ১ শতাব্দী = কত বছর

     ক. ৫০ বছর 

     খ. ৮০ বছর

     গ. ১০০ বছর

     ঘ. ২০০ বছর

     উত্তর : ১০০ বছর

২।   হিজরি সাল কী মতে গণনা করা হয়?

     ক. চান্দ্র মতে

     খ. সূর্য মতে

     গ. সূর‌্যাস্ত মতে

     ঘ. সূর্যোদয় মতে

     উত্তর : চান্দ্র মতে

৩।   ২০০৪ সালের ফেব্রুয়ারি মাস কত দিনে?

     ক. ৩১ দিনে

     খ. ৩০ দিনে

     গ. ২৮ দিনে

     ঘ. ২৯ দিনে

     উত্তর : ২৯ দিনে

৪।   ১৮০১ থেকে ১৯০০ সাল পর্যন্ত কোন শতাব্দী?

     ক. চতুর্দশ   

     খ. ঊনবিংশ

     গ. সপ্তাদশ  

     ঘ. অষ্টাদশ

     উত্তর : ঊনবিংশ

৫।   অধিবর্ষে ফেব্রুয়ারি মাস কত দিন?

     ক. ৩০ দিন

     খ. ২৯ দিন

     গ. ২৮ দিন

     ঘ. ৩১ দিন

     উত্তর : ৩০ দিন

৬।   ২০০১ থেকে ২১০০ সাল পর্যন্ত কোন শতাব্দী?

     ক. বিংশ    

     খ. দ্বাবিংশ

     গ. চতুর্দশ   

     ঘ. একবিংশ

     উত্তর : একবিংশ

৭।   কোন সালটি অধিবর্ষ নয়?

     ক. ১৯০০ সাল     

     খ. ১৬০০ সাল

     গ. ২৫০০ সাল     

     ঘ. ২৯০০ সাল

     উত্তর : ১৯০০ সাল

৮।   ২ বছর ৩ মাস ১৫ দিন = কত দিন?

     ক. ৮৩৫ দিন

     খ. ৮৪০ দিন

     গ. ৮৩০ দিন

     ঘ. ৮৪৫ দিন

     উত্তর : ৮৩৫ দিন

৯।   ৩ বছর ২ দিন = কত দিন?

     ক. ১০৯৭ দিন     

খ. ১০৯৯ দিন

     গ. ১০৯৫ দিন     

ঘ. ১১৯৯ দিন

     উত্তর : ১০৯৭ দিন

১০। ১৪৪ ঘণ্টায় কত দিন?

     ক. ৭ দিন  

     খ. ৬ দিন

     গ. ৮ দিন  

     ঘ. ৯ দিন

     উত্তর : ৬ দিন

 

সংক্ষিপ্ত প্রশ্ন

১।   বাংলা মতে কখন থেকে দিন ও তারিখ শুরু হয়?

     উত্তর : বাংলা মতে সূর্যোদয় থেকে দিন ও তারিখ শুরু হয়।

২।   ১ যুগে কত বছর হয়?

     উত্তর : ১২ বছর হয়।

৩।   ২০১২ সাল কী অধিবর্ষ?

     উত্তর : ২০১২ সাল অধিবর্ষ।

৪।   তোমার স্কুল বিকেল ৩টায় ছুটি হয়। আন্তর্জাতিক রীতিতে স্কুল কয়টার সময় ছুটি হয়?

     উত্তর : ১৫টার সময়।

৫।   ১৯৮৯ সালের ফেব্রুয়ারি মাস কত দিনে শেষ হয়েছিল?

     উত্তর : ২৮ দিনে শেষ হয়েছিল।

৬।   ১ বছরে কত দিন?

     উত্তর : ১ বছরে ৩৬৫ দিন

৭।   ১ দিনে কত সেকেন্ড?

     উত্তর : ৮৬৪০০ সেকেন্ড

৮।   ১ বছরে কত মাস?

     উত্তর : ১ বছরে ১২ মাস।

৯।   প্রতি চতুর্থ বছরকে কী বলা হয়?

     উত্তর : প্রতি চতুর্থ বছরকে অধিবর্ষ বা লিপ ইয়ার বলা হয়।

১০। নিয়মিত অধিবর্ষ গণনা শুরু হয় কোন খ্রিস্টাব্দ থেকে?

     উত্তর : ৮ খ্রিস্টাব্দ।

১১। ১ হেক্টরে কত বর্গমিটার?
উত্তর : ১০,০০০ বর্গমিটার।


১২। একটি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য ১ সেমি হলে এর ক্ষেত্রফল কত?
উত্তর : ১ বর্গসেমি।


১৩। ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটি লিখ?
উত্তর : ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল

= (ভূমি ক্ম উচ্চতা)

১৪। একটি কর্ণ একটি আয়তক্ষেত্রকে কয়টি ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করে ?
উত্তর : ২টি


১৫। বাংলা মতে, কখন থেকে দিন ও তারিখ শুরু হয়?
উত্তর : সূর্যোদয় থেকে


১৬। আন্তর্জাতিক বা ইংরেজি মতে, কখন থেকে দিন ও তারিখ শুরু হয়?
উত্তর : রাত ১২টার পর থেকে।


১৭। লিপ ইয়ার বা অধিবর্ষ কাকে বলে?
উত্তর : ৩৬৫ দিনে এক বছর ধরা হয়। পৃথিবী সূর্যের চারদিকে একবার ঘুরতে সময় লাগে ৩৬৫ দিনে ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড (প্রায়)। এতে প্রতি চার বছর ১ দিন বেড়ে যায়। প্রতি চতুর্থ বছরকে অধিবর্ষ বা লিপইয়ার বলা হয় ।


১৮। ২০১২ সালের ফেব্রুয়ারি মাস কত দিনে ছিল?
উত্তর : ২৯ দিনে (সালটি অধিবর্ষ)

১৯। কখন থেকে অধিবর্ষ গণনা করা হয় ?
উত্তর : খ্রিস্টাব্দ ৮ সাল থেকে ।


২০। ১৫০০, ১৭০০, ১৮০০, ২১০০ সাল অধিবর্ষ নয় কেন?
উত্তর : সালগুলো ৪০০ দিয়ে বিভাজ্য নয়।


২১। এক দশক কাকে বলে?
উত্তর : ধারাবাহিক ভাবে ১০ বছরের সময় কালকে এক দশক বলে


২২।১ শতাব্দী কাকে বলে ?
উত্তর : ধারাবাহিকভাবে ১০০ বছরের সময় কালকে এক শতাব্দী বলে।


২৩। ১৯০১ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত সময় কালকে কী বলে ?
উত্তর: বিংশ শতাব্দী


২৪। পঞ্চদশ শতাব্দীর সময় কাল কত ?
উত্তর : ১৪০১ সাল থেকে ১৫০০ সাল পর্যন্ত।


২৫। দেশীয় রীতিতে যখন দুপুর ১টা ৩০ মিনিট তখন আন্তর্জাতিক রীতিতে কতটা ?
উত্তর : ১৩টা ৩০ মিনিট।


২৬। আন্তর্জাতিক রীতিতে যখন ১৬টি ৪৫ মিনিট, তখন দেশীয় রীতিতে কতটা বাজবে?
উত্তর : বিকাল ৪টা ৪৫ মিনিট


২৭। অবিন্যস্ত উপাত্ত কাকে বলে ?
উত্তর : যে উপাত্তগুলো কোনো বৈশিষ্ট্য অনুযায়ী সাজানো থাকে না সেগুলোকে অবিন্যস্ত উপাত্ত বলে।


২৮। বিন্যস্ত উপাত্ত কাকে বলে?
উত্তর : যে উপাত্তগুলো কোনো বৈশিষ্ট্য অনুযায়ী বিভিন্ন শ্রেণীতে সাজানো থাকে সেগুলোকে বিন্যস্ত উপাত্ত বলে।


২৯। লেখচিত্র কী?
উত্তর : চাক্ষুষ প্রদর্শনের জন্য রেখার সাহায্যে আঁকা চিত্রকে লেখচিত্র বলে।


৩০। ২০১১ সালে বাংলাদেশের লোকসংখ্যা কত ছিল?
উত্তর : ১৪,২৩,১৯,০০০


৩১। এরিয়ার দিক দিয়ে বাংলাদেশ পৃথিবীর কততম স্থানে আছে?
উত্তর: ৯০তম স্থানে।


৩২। জনসংখ্যার হিসাবে বাংলাদেশ পৃথিবীর কততম স্থানে অবস্থিত?
উত্তর : নবম স্থানে।


৩৩। একটি চতুর্ভুজের কয়টি কৌণিক বিন্দু বা শীর্ষবিন্দু আছে?
উত্তর : ৪টি।

প্রশ্ন: বাংলা মাসের প্রথম ৫টি মাসের দিনের সংখ্যা কত?
উত্তর: ৩১।


প্রশ্ন: ২০৪০ সালের ফেব্রুয়ারি মাস কত দিনে হবে?
উত্তর: ২৯ দিনে।


প্রশ্ন: কত সাল থেকে অধিবর্ষ গণনা শুরু হয়?
উত্তর: খ্রিষ্টাব্দ ৮ সাল থেকে।


প্রশ্ন: লিপ ইয়ার কী?
উত্তর: ইংরেজি সালের সংখ্যার একক ও দশক স্থানীয় অঙ্কদ্বয় শূন্য না হলে এবং তা ৪ দ্বারা বিভাজ্য হলে অধিবর্ষ।


প্রশ্ন: ১৫০০, ২০২০, ১৮০০ সালের কোনটি অধিবর্ষ?
উত্তর: ২০২০।


প্রশ্ন: ১৯০০ সালের ফেব্রুয়ারি মাস কত দিনে?
উত্তর: ২৮ দিনে।


প্রশ্ন: চৈত্র মাস কত দিনে?
উত্তর: ৩০ দিনে।


প্রশ্ন: দেশীয় রীতিতে যখন দুপুর ২টা ৩০ মিনিট, আন্তর্জাতিক পদ্ধতিতে তখন কয়টা বাজে?
উত্তর: ১৪টা ৩০ মিনিট।


প্রশ্ন: দেশীয় রীতিতে রাত ৩টা আন্তর্জাতিক রীতিতে কয়টা বাজে?
উত্তর: ৩টা।


প্রশ্ন: বাংলা সাল অনুযায়ী ১২০১ সাল থেকে ১৩০০ সাল পর্যন্ত সময়কে কী বলা হয়?
উত্তর: ত্রয়োদশ শতাব্দী।


প্রশ্ন: ৫ বছরকে ঘণ্টায় লিখলে কত হয়?
উত্তর: ৪৩৮০০ ঘণ্টা।


প্রশ্ন: তোমাদের স্কুল ৪টায় ছুটি হয়। আন্তর্জাতিক নিয়মে তখন কয়টা বাজে?
উত্তর: ১৬টা।


প্রশ্ন: মাসের নাম উল্লেখ না থাকলে যেকোন মাস কত দিনে ধরা হয়?
উত্তর: ৩০ দিনে।


প্রশ্ন: কোন রীতিতে সকাল, দুপুর, বিকাল, সন্ধ্যা, রাত বলা হয় না।
উত্তর: আন্তর্জাতিক রীতিতে।